বাণ [ bāṇa ] বি.
1 ধনুক থেকে যে তীক্ষ্ণাগ্র অস্ত্র নিক্ষিপ্ত হয়, তির, শর;
2 দৈত্যরাজবিশেষ;
3 (বাং.) তান্ত্রিক মারণমন্ত্রবিশেষ।
[সং. √ বণ্ + অ]।
বাণদণ্ড বি. কাপ়ড় বোনার যন্ত্রবিশেষ।
বাণধি বি. তূণ।
বাণমোক্ষণ, বাণমোচন বি. বাণবর্ষণ, শরত্যাগ, তির ছোড়া।
বাণলিঙ্গ বি. নর্মদা নদীর তীরে আবিষ্কৃত শিবলিঙ্গবিশেষ।
বাণাঘাত বি. বাণের আঘাত।
Leave a Reply