বাড়ি1 [ bāḍ়i1 ] বি. আঘাত (লাঠির বাড়ি, জুতোর বাড়ি); 2 লাঠি, দণ্ড (পাচনবাড়ি)।
[দেশি]।
বাড়ি2 [ bāḍ়i2 ] বি. বাসস্হান; গৃহ।
[সং. বাটী]।
বাড়িওয়ালা বি. (প্রধানত ভাড়াটে বা়ড়ির) মালিক।
স্ত্রী. বাড়িওয়ালি, বাড়িউলি।
বাড়িঘর, ঘরবাড়ি বি. বাসগৃহ ও তত্সংলগ্ন সমস্ত অংশ।
বাড়িমুখো বিণ. বাড়ির দিকে যেতে উদ্যত; বাড়ি ফিরতে উদ্যত বা প্রস্তুত।
Leave a Reply