বাড়া [ bāḍ়ā ] ক্রি. বি.
1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে);
2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া);
3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)।
☐ বিণ.
1 বেড়েছে এমন (বাড়া বেতন);
2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত);
3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা);
4 অধিক (‘সে মাটি মায়ের বাড়া’: রবীন্দ্র)।
[সং. √ বৃধ্ > প্রাকৃ. বড্ঢি > হি. বাঢ় + বাং. আ]।
বাড়ানো ক্রি. বি.
1 বর্ধিত করানো (মান বাড়ানো);
2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো);
3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্হা করানো;
4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো);
5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না);
6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা);
7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ);
8 প্রকৃত অবস্হা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)।
বাড়াবাড়ি বি.
1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি);
2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)।
বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া।
Leave a Reply