বাটা2 [ bāṭā2 ] বি. পান রাখার পাত্র, পানের থালা (‘বাটাভরা পান দেব’)।
[দেশি]।
বাটা3 [ bāṭā3 ] বি. জামাতার কল্যাণ কামনায় জামাইষষ্ঠীতে শাশুড়ির দেওয়া থালা-ভরা খাবার (ষষ্ঠীর বাটা)।
[তু. বাটা2]।
বাটা4 [ bāṭā4 ] বি. সাদা আঁশযুক্ত ছোটো মাছবিশেষ।
[দেশি]।
বাটা5 [ bāṭā5 ] ক্রি.
1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা);
2 বাটানো।
☐ বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)।
বি.
1 (শিলনোড়ায়) পেষণ;
2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু।
[সং. বর্তন > বট্টন > বাটা]।
বাটানো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply