বাজা [ bājā ] ক্রি.
1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে);
2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?);
3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল);
4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে);
5 বাজানো।
☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)।
[প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]।
বাজানো ক্রি. বি.
1 বাদিত বা ধ্বনিত করা (‘বাজারে শঙ্খ, সাজা দীপমালা’: স. দ.)।
2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো);
3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া।
নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা।
সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা।
Leave a Reply