বাগ1 [ bāga1 ] বি. বাগান, উদ্যান, উপবন (গুলবাগ)।
[ফা. বাগ]।
বাগ2 [ bāga2 ] বি.
1 বশ, শাসন (বাগ মানানো);
2 সুযোগ, সুবিধা (বাগ পাওয়া);
3 (অপ্র.) বল্গা (বাগডোর);
4 কৌশল (কাজের বাগ);
5 আয়ত্তি (এবার তোকে বাগে পেয়েছি);
6 পথ, দিক (‘চাহিতে চাই মুখের বাগে’, ‘ভয়ে যে জাগে শিয়র বাগে’: রবীন্দ্র);
7 পাশের দিক (আগ ডোম বাগ ডোম=আগে ডোম [সৈন্য], পাশে ডোম)।
[সং. বল্গা]।
Leave a Reply