বাকি [ bāki ] বিণ.
1 অবশিষ্ট, উদ্বৃত্ত (বাকি টাকা পরে দেব);
2 অসম্পন্ন, অসমাপ্ত (কিছু কাজ বাকি রইল);
3 অনাদায়ি, প্রাপ্য (বাকি পাওনা);
4 আগামী (বাকি জীবন)।
☐ বি.
1 উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ (‘বাকি কোথা নাহি জানে’: রবীন্দ্র);
2 দেয় টাকা (বাকি শোধ);
3 পাওনা ইত্যাদি (বাকি আদায়)।
[আ. বাকী]।
বাকিজায় বি. অনাদায়ি খাজনার তালিকা।
বাকি পড়া ক্রি. বি. অনাদায়ি থাকা।
বাকিবকেয়া বিণ. অন্যের কাছে পাওনা।
Leave a Reply