বাক্ [ bāk ] (বাচ্) বি.
1 বাক্য, শব্দ, কথা (বাক্সর্বস্ব);
2 বিদ্যা;
3 সরস্বতী (বাগ্দেবী);
4 বাগিন্দ্রিয়।
[সং. √ বচ্+ ক্বিপ্]।
বাককলহ বি. ঝগড়া; তর্কাতর্কি।
বাকচাতুরী, বাকচাতুর্য বি.
1 কথা বলার দক্ষতা;
2 ছলনাপূর্ণ কথা।
বাকছল বি. 1 কথার কৌশল; 2 দ্ব্যর্থক কথা; 3 ছলনাপূর্ণ কথা।
বাকপটু বিণ. কথা বলতে দক্ষ।
বাকপতি বি. বাগীশ; বাচস্পতি।
বাকপারুষ্য বি. কর্কশ বা রূঢ় কথা; অপমানকর উক্তি, কটূক্তি।
বাকপ্রণালী বি. কথা বলার কায়দা বা রীতি।
বাকপ্রপঞ্চ বি. কথার ধাঁধা বা হেঁয়ালি।
বাকবিতণ্ডা বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি; ঝগড়া।
বাকরোধ বি. কথা বলার শক্তি লোপ; কথা বা স্বর বন্ধ হওয়া।
বাকশক্তি বি. কথা বলার ক্ষমতা।
বাকসংযম বি. মিতভাষিতা।
বাকসর্বস্ব বিণ. কেবল কথা বলতেই ওস্তাদ এমন। বাকসিদ্ধা।
বাকস্ফূর্তি বি. কথা বার হওয়া।
বাকস্বাধীনতা বি. কথা বলার বা মত প্রকাশের স্বাধীনতা।
Leave a Reply