বাঁধানো ক্রি. বি.
1 বইখাতা ইত্যাদি শক্ত বা মজবুত করে বাঁধাই করা;
2 ফ্রেমে আবদ্ধ করা (ছবি বাঁধানো);
3 নির্মাণ করানো (দাঁত বাঁধানো);
4 খচিত করা, মোড়া (সোনা দিয়ে বাঁধানো);
5 ইট ইত্যাদি দিয়ে পাকা করা (রাস্তা বাঁধানো, শান বাঁধানো)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply