বাঁধা1 [ bān̐dhā1 ] বি. বন্ধক, ঋণের জামিনস্বরূপ গচ্ছিত রাখা (গয়নাটা বাঁধা রেখে টাকা ধার নিয়েছে)। [সং. বন্ধ]।
বাঁধা2 [ bān̐dhā2 ] ক্রি. বি.
1 বাঁধন দেওয়া বা বন্ধন করা (দড়ি দিয়ে বাঁধা);
2 আটক করা (‘আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে’: রবীন্দ্র);
3 বাঁধ দেওয়া (খাল বাঁধা);
4 থামানো (বাস বাঁধুন, নামব);
5 সংযত বা শান্ত করা (মনটাকে বাঁধো);
6 গ্রথিত বা রচনা করা (গান বাঁধা, খোঁপা বাঁধা);
7 স্হায়ী করা, নির্মাণ করা (ঘর বাঁধা);
8 ছন্দোবদ্ধ করা (একটা গান বেঁধেছি);
9 ঠিকমতো সংযোগ করা (সেতারের সুর বাঁধা);
10 একত্র করা বা একত্র হওয়া (দল বাঁধা);
11 সংহত হওয়া (দানা বাঁধা, জমাট বাঁধা)।
☐ বিণ.
1 আবদ্ধ, বন্ধনযুক্ত (বাঁধা হাত, স্নেহের বন্ধনে বাঁধা);
2 আটক (ফাঁসে বাঁধা পড়া);
3 বাঁধযুক্ত (বাঁধা খাল);
4 বাঁধানো বা পাকা করা হয়েছে এমন (বাঁধা সিঁড়ি, বাঁধা রাস্তা);
5 নির্ধারিত, নির্দিষ্ট, বরাদ্দ (বাঁধা মাইনে);
6 বৈচিত্র্যহীন, একঘেয়ে (বাঁধা গত্);
7 অপরিবর্তনীয় (বাঁধা পথে চলা, বাঁধা নিয়ম)।
[সং. √ বন্ধ্ + বাং. আ]।
বাঁধাই বি. বাঁধা বা বাঁধানোর কাজ; বাঁধা বা বাঁধানোর মজুরি (বাঁধাইয়ের খরচ)।
বাঁধাকপি বি. কেবল পাতাযুক্ত ভোজ্য কপিবিশেষ।
বাঁধা গত্ বি. (আল.) বৈচিত্র্যহীন ও একঘেয়ে নিয়ম বা কাজকর্ম।
বাঁধাছাঁদা বি. ভালো করে বাঁধার কাজ, বাঁধা এবং গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)।
বাঁধাধরা বিণ. 1 নির্দিষ্ট; অপরিবর্তনীয়; 2 একঘেয়ে।
বাঁধানো ক্রি. বি.
1 বইখাতা ইত্যাদি শক্ত বা মজবুত করে বাঁধাই করা;
2 ফ্রেমে আবদ্ধ করা (ছবি বাঁধানো);
3 নির্মাণ করানো (দাঁত বাঁধানো);
4 খচিত করা, মোড়া (সোনা দিয়ে বাঁধানো);
5 ইট ইত্যাদি দিয়ে পাকা করা (রাস্তা বাঁধানো, শান বাঁধানো)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
বাঁধাবাঁধি বিণ. ধরাবাঁধা, নির্দিষ্ট, নিয়মবদ্ধ (এ ব্যাপারে কোনো বাঁধাবাঁধি নিয়ম নেই)।
☐ বি. ধরাবাঁধা নিয়ম (পথ্যের ব্যাপারে বাঁধাবাঁধি নেই)।
বাঁধা বুলি বি. যে কথা অপরিবর্তিতভাবে বারবার বলা হয়।
Leave a Reply