বাঁধন [ bān̐dhana ] বি.
1 বন্ধন, গ্রন্হি (হাত-পায়ের বাঁধন খুলে দাও);
2 নিয়মের বন্ধন (‘বিধির বাঁধন কাটবে তুমি’: রবীন্দ্র);
3 বাধা, অবরোধ (বাঁধন-ছেড়া উদ্যম, আমরা কোনো বাঁধন মানব না)।
[সং. বন্ধন]।
বাঁধনহারা বিণ. বাধাহীন; উদ্দাম।
বাঁধুনি বি. সুবিন্যাস, শৃঙ্খলা (কথার বাঁধুনি, কাজের বাঁধুনি)।
Leave a Reply