বাঁদর [ bān̐dara ] বি. বানর।
☐ বিণ. বাঁদরের মতো আচরণ বা স্বভাববিশিষ্ট (বাঁদর ছেলে)।
[হি. বান্দর]।
বি. স্ত্রী. বাঁদরি।
বাঁদর নাচানো ক্রি. বি. বাঁদরকে খেলানো; (আল.) উত্পাত করার জন্য উসকানি দেওয়া।
বাঁদরমুখো বিণ. বাঁদরের মতো কুত্সিত মুখবিশিষ্ট।
বিণ. স্ত্রী. বাঁদরমুখি।
বাঁদরামি, বাঁদরামো বি. বাঁদরের মতো উত্কট দুষ্টামি, অসভ্য ও বিরক্তিকর আচরণ।
বাঁদুরে বিণ. বাঁদরসুলভ; উত্কট দুষ্টামিবিশিষ্ট।
Leave a Reply