বাঁটন2, বাঁটা১, বাঁটানো [ bān̐ṭana2, bān̐ṭā, bān̐cānō ] যথাক্রমে বাটন, বাটা ও বাটানো -র রূপভেদ।
বাঁটা2 [ bān̐ṭā2 ] ক্রি. বি.
1 বণ্টন করা, ভাগ করা (তাসগুলো বাঁটো);
2 অংশ ভাগ করে দেওয়া, প্রাপ্য অংশানুযায়ী বিতরণ করা।
☐ বিণ. উক্ত উভয় অর্থে (বাঁটা তাস, বেঁটে দেওয়া টাকা)।
[সং. √ বণ্ট্ + বাং. আ]।
বাঁটানো ক্রি. বি. অন্যের দ্বারা বণ্টন বা বিভাজন করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply