বাঁচানো ক্রি. বি.
1 জীবন্ত করা, জীবন বা পুনর্জীবন দান করা (মরা মানুষ বাঁচানো যায় কি?;
2 রক্ষা করা (আপনি আমাকে এই বিপদে বাঁচান);
3 ছোঁয়াচ এড়ানো (স্পর্শ বাঁচিয়ে চলা);
4 এড়ানো (পরিশ্রম বাঁচানো, খরচ বাঁচানো);
5 উদ্বৃত্ত বা সঞ্চিত করা (টাকা বাঁচানো);
6 বজায় রাখা (চাকরি বাঁচানো)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply