বাঁক [ bān̐ka ] বি.
1 বক্রতা (লোহার শিকটার নানা জায়গায় বাঁক);
2 নদীর বা রাস্তার মোড় (বাঁক ফেরা, ‘ছোট নদী চলে বাঁকে বাঁকে’: রবীন্দ্র);
3 ভারবহনের জন্য ব্যবহৃত দণ্ডবিশেষ (কাঁধে বাঁক নিয়ে চলেছে)।
[প্রাকৃ. বঙ্ক < সং. বক্র]।
বাঁকনল বি.
1 যে ফাঁপা নলের মধ্য দিয়ে ফুঁ দিয়ে চুল্লির আগুন জ্বালানো হয়, blowpipe;
2 মধ্যযুগে সাধক সম্প্রদায়ের উল্লিখিত সূক্ষ্ম নাড়ি, যা বেয়ে মাথার চাঁদি থেকে অমৃত ক্ষরিত হয় বলে ভাবা হত।
বাঁকমল বি. বাঁকা বা পাক দেওয়া পায়ের অলংকার, মলবিশেষ।
Leave a Reply