বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো (‘কোন দিকে যে বাইব তরী’: রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]।
বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)।
বাওয়া2 [ bāōẏā2 ] বিণ. ভ্রূণহীন অর্থাত্ শাবক উত্পাদন অক্ষম (বাওয়া ডিম)।
[দেশি]।
Leave a Reply