বান1 [ bāna1 ] (-বত্) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)।
স্ত্রী. বানবতী (বেগবতী, ফলবতী)।
বান2 [ bāna2 ] বি.
1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাত্ জলস্ফীতি;
2 (আল.) জলোচ্ছ্বাস।
[< সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]।
বানভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)।
বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া।
বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া।
বাইন, (কথ্য) বান৩ [ bāina, (kathya) bāna ] বি. পাঁকালজাতীয় বড়ো সর্পাকৃতি মাছবিশেষ।
[সং. বর্মি]।
Leave a Reply