বা2 [ bā2 ] বি. (ব্রজ ও প্রা. কা.) বাতাস (‘গিরীষির বা’: বিদ্যা.)।
[সং. বাত]।
বা3 [ bā3 ] অব্য.
1 বিকল্প (যাই বা না যাই);
2 কিংবা, অথবা (সে বা তুমি);
3 সম্ভাবনাসূচক বা সন্দেহসূচক (হবেও বা);
4 প্রশ্নাত্মক (তুমিই বা গেলে না কেন?);
5 বিতর্কে নিশ্চয়াত্মক (কেনই বা হবে না?);
6 বিকল্পবাচক (‘কোথাও বা ধানখেত জলে আধো ডোবা’: রবীন্দ্র)।
[সং. √ বা + ক্বিপ্]।
Leave a Reply