বাই1 [ bāi1 ] বি.
1 মহারাষ্ট্র রাজস্হান গুজরাত এবং উত্তর ভারতের অন্য কোনো কোনো স্হানের মহিলাদের উপাধিবিশেষ (লক্ষ্মীবাই);
2 উত্তর-পশ্চিম ভারতের মহিলাদের সম্মানসূচক নামান্ত;
3 পেশাদার নৃত্যগীতকারিণী (বাইজির গান)।
[হি. বাঈ-তু. তুর বাজী]।
বাইজি বি. পেশাদার নৃত্যগীতকারিণী।
বাইনাচ বি. পেশাদার নর্তকীর নাচ।
বাই2 [ bāi2 ] বি.
1 বায়ুর প্রকোপ, বাতিক (শুচিবাই);
2 প্রবল বা উত্কট শখ বা ঝোঁক, নেশা (তাস খেলার বাই)।
[সং. বায়ু]।
Leave a Reply