বহ্নি [ bahni ] বি. অগ্নি, আগুন (চিতা বহ্নিমান)।
[সং. √ বহ্ + নি]।
বহ্নিজ্বালা বি. আগুনের শিখা, আঁচ বা তাপ।
বহ্নিমান বিণ. জ্বলন্ত, প্রজ্বলিত।
বহ্নিমিত্র বি. আগুনের মিত্র বা সহায়ক অর্থাত্ বাতাস।
বহ্নিশিখা বি. আগুনের শিখা।
বহ্নিসংস্কার বি. শবদাহ।
বহ্নিসখ বি. বায়ু।
বহ্ন্যুতসব (বহ্ন্যুত্সব, বহ্ন্যুৎসব) বি.
1 হোলি বা দোলের আগের দিন আগুন জ্বেলে আমোদপ্রমোদ;
2 আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া।
Leave a Reply