বাহুল্য [ bāhulya ] বি.
1 আধিক্য, প্রয়োজন বা পরিমিতির তুলনায় বেশি হওয়া, বহুলতা, আতিশয্য, প্রাচুর্য, বহূলতা, বহূলত্ব, বহুলাংশ, বেশির ভাগ, অনেকাংশ। (বলা বাহুল্য; মেদবাহুল্য);
2 বাড়াবাড়ি, অপ্রয়োজনীয় আধিক্য (ব্যয়বাহুল্য)।
[সং. বহুল + য]।
ক্রি-বিণ. বহুলাংশে।
বাহুল্যবর্জন বি. আতিশয্য বা বাড়াবাড়ি এড়িয়ে চলা।
বাহুল্যবর্জিত বিণ. আতিশয্য বা বাড়াবাড়ি বর্জন করা হয়েছে এমন, অনাড়ম্বর।
বাহুল্যহীন বিণ. অনাড়ম্বর।
Leave a Reply