বহূল1 [ bahūla1 ] বিণ.
1 অনেক, প্রচুর (বহুল পরিমাণে, বহুল প্রয়োগ);
2 প্রাচুর্যপূর্ণ (ব্যয়বহুল, বিলাসবহুল জীবন যাত্রা)।
[সং. √ বংহ্ + উল]।
বহূলতা, বহূলত্ব, বাহুল্য, বহুলাংশ বি. বেশির ভাগ, অনেকাংশ।
ক্রি-বিণ. বহুলাংশে।
বহুল2 [ bahula2 ] বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো।
☐ বি. 1 কৃষ্ণবর্ণ; 2 কৃষ্ণপক্ষ।
[সং. বহু + √ লা + অ]।
বহুলা বি. (স্ত্রী.)
1 গাভি;
2 কৃত্তিকা নক্ষত্র;
3 তামসী অর্থাত্ অন্ধকার রাত্রি।
Leave a Reply