বহা1, (চলিত) বওয়া [ bahā1, (calita) bōẏā ] ক্রি. বি.
1 বহন করা(ভার বইতে পারে);
2 সহ্য করা (‘বহিব শতেক দুঃখ’);
3 ধারণ করা;
4 প্রবাহিত হওয়া (‘বাতাস বহে বেগে’: রবীন্দ্র);
5 অতিবাহিত হওয়া (‘সখী বহে গেল বেলা’: রবীন্দ্র, সময় বয়ে যায়);
6 চালু বা সমর্থ থাকা (শরীর আর বয় না);
7 ভেসে যাওয়া, ক্ষতি হওয়া, অনিষ্ট হওয়া (তার রাগ হল তো আমার ভারী বয়েই গেল)।
[সং. √ বহ্ + বাং. আ]।
বহানো ক্রি. বি. বহন করানো; প্রবাহিত করা।
☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বহা2 [ bahā2 ] বি. (স্ত্রী.) নদী। দ্র বহ।
Leave a Reply