বস্ত্র [ bastra ] বি.
1 কাপড় (বস্ত্রশিল্প, পট্টবস্ত্র);
2 পরিধেয় বস্ত্র (অন্নবস্ত্র);
3 আচ্ছাদন।
[সং. √ বস্ + ত্র]।
বস্ত্রকুট্টিম, বস্ত্রগৃহ, বস্ত্রাবাস বি. তাঁবু।
বস্ত্রবয়ন বি. কাপড় বোনা।
বস্ত্রহরণ বি.
1 পরিধেয় বসন বলপূর্বক খুলে ফেলা;
2 শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখার লীলা।
বস্ত্রাবৃত বিণ. কাপড় দিয়ে ঢাকা।
বস্ত্রালয় বি. কাপড়ের দোকান।
Leave a Reply