বসা1 [ basā1 ] বি.
1 চর্বি, মেদ (শূকরের বসা);
2 মজ্জা।
[সং. √ বস্ + অ + আ]।
বসা2 [ basā2 ] ক্রি. বি.
1 উপবেশন করা (চৌকির উপর বসেছে);
2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা);
3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে);
4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে);
5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে);
6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে);
7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে);
8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা);
9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে);
10 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে);
11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি);
12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে);
13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে);
14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে);
15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা);
16 থিতানো (তেলে ময়লা বসা);
17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে);
18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে);
19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে);
20 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)।
☐ বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)।
[সং. √ বস্ + বাং. আ]।
বসানো ক্রি. বি.
1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল);
2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো);
3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো);
4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো);
5 বেঁধানো (দাঁত বসানো);
6 খচিত করা (আংটিতে পাথর বসানো);
7 আঘাত করা বা মারা (চড় বসানো);
8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো);
9জমানো (দই বসানো)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
বসিয়ে দেওয়া ক্রি. বি.
1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা;
2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)।
বসে থাকা ক্রি. বি.
1 অপেক্ষা বা প্রতীক্ষা করা;
2 অনেকক্ষণ ধরে বসা;
3 বেকার থাকা।
বসে পড়া ক্রি. বি.
1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল);
2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)।
বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা।
বসে যাওয়া ক্রি. বি.
1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে);
2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে);
3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল);
4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)।
বসে বসে ক্রি-বিণ.
1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল);
2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)।
Leave a Reply