বশ [ baśa ] বি.
1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে);
2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)।
☐ বিণ.
1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ);
2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)।
[সং. √ বশ্ + অ]।
বশত (তস্), (বর্জি.) বশতঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)।
বশতা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা।
বশবর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)।
বি. বশবর্তিতা।
স্ত্রী. বশবর্তিনী।
Leave a Reply