বলে, (বর্জি.) ব’লে [ balē, (barji.) ba’lē ] ক্রি-বিণ.
1 বলিয়া (তাঁকে ভালো লোক বলেই জানি);
2 বিবেচনায় বা কারণে (ব্যাপারটা জানি বলেই চুপ করে আছি)।
☐ অব্য. এখনই, শীঘ্র (বৃষ্টি এল বলে)।
[বলা2 দ্র]।
বলে রাখা ক্রি-বিণ. আগে থেকে জানানো বা অনুমতি নেওয়া (অনেক আগেই বলে রেখেছে)।
Leave a Reply