বলি1 [ bali1 ] বি.
1 যজ্ঞাদিতে নিবেদ্য বস্তু;
2 যজ্ঞাদি উপলক্ষ্যে প্রাণীহত্যা বা হন্তব্য প্রাণী (বলির পাঁঠা);
3 উত্সর্গ, বিসর্জন (নিজের স্বার্থ বলি দেওয়া);
4 উপহার;
5 জীবগণকে খাদ্যদান বা প্রদত্ত খাদ্য (গৃহবলিভুক);
6 ভূতবলিরূপ যজ্ঞ;
7 রাজস্ব;
8 বামন অবতারে বিষ্ণুর দ্বারা পরাজিত দৈত্যরাজ।
[সং. √ বল্ + ই]।
বলিদান বি.
1 দেবতার উদ্দেষে উত্সর্গ বা প্রাণীবধ;
2 মহত্ কাজে বিনিয়োগ বা সম্পূর্ণ ত্যাগ (আত্মবলিদান)।
বলিন্দম বি. বিষ্ণু।
বলিপুষ্ট বি. কাক।
বলিভুক (-জ্) বি. কাক চড়াই প্রভৃতি যেসব পাখি পরিত্যক্ত খাদ্যাবশেষ খায়।
বলি2 [ bali2 ] বি.
1 গাত্রচর্মের বা মাংসের কুঞ্চনজনিত রেখা (ত্রিবলি);
2 জরাজনিত গাত্রচর্মের শিথিলতা;
3 অর্শরোগে মলদ্বারে বহির্গত মাংসপিণ়্ড (অন্তর্বলি, বহির্বলি)।
[সং. √ বল্ + ই]।
বলিত বিণ.
1 বলিযুক্ত;
2 শিথিলচর্ম, লোলচর্ম, চামড়া কুঁচকে বা শিথিল হয়ে গেছে এমন।
Leave a Reply