বল1 [ bala1 ] বি.
1 খেলার ভাঁটা বা গোলক;
2 গোলাকার ফাঁপা বা নিরেট খেলবার গোলক (ফুটবল, বল নিয়ে লোফালুফি)।
[ইং. ball]।
বল2 [ bala2 ] বি. ইয়োরোপীয় নাচবিশেষ (বলনাচ)।
[ইং. ball]।
বল3 [ bala3 ] বি.
1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর);
2 ক্ষমতা, সামর্থ্য (‘এত বল নাইরে তোমার’: রবীন্দ্র);
3 জোর, শক্তি (মনোবল, যোগবল);
4 সৈন্য (চতুরঙ্গ বল);
5 দাবা খেলার ঘুঁটি;
6 সহায় (তিনিই আমার বল)।
[সং. √ বল্ + অ]।
বলকর, বলকারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়।
বলগর্বিত, বলদৃপ্ত বিণ. শক্তিমত্ত।
বলদ বিণ. বলকারক।
বলপূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)।
বলপ্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)।
বলবত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)।
বলবত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা।
বলবন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্।
[সং. বল + বাং. বন্ত]।
বলবান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান।
স্ত্রী. বলবতী।
বলবর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী।
বলবর্ধন বি. শক্তির বৃদ্ধি।
☐ বিণ. শক্তিবৃদ্ধিকারী।
বলবিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics.
বলবিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা।
বলভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)।
বলশালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান।
স্ত্রী. বলশালিনী।
বি. বলশালিতা।
বলহীন বিণ. দুর্বল।
বি. বলহীনতা।
Leave a Reply