বর্ষা1 [ barṣā1 ] বি.
1 যে ঋতুতে বৃষ্টি হয়, প্রাবৃট্কাল (এই ফুল বর্ষায় ফোটে);
2 বৃষ্টি, বৃষ্টিপাত (এই বর্ষায় বাইরে বেরিয়ো না)।
[সং. √ বৃষ্ + অ + আ]।
বর্ষা2 [ barṣā2 ] ক্রি. (কাব্যে) বর্ষণ করা (‘যদি বর্ষে মাঘের শেষ’: খনার বচন)।
[সং. √ বৃষ্ + বাং. আ]।
Leave a Reply