বর্ষণ [ barṣaṇa ] বি.
1 বৃষ্টিপাত, বৃষ্টি, ধারাপতন (অকালবর্ষণ);
2 অকাতরে দান (উপদেশবর্ষণ, অনুগ্রহবর্ষণ);
3 উপর থেকে নীচে ছড়িয়ে দেওয়া।
[সং. √ বৃষ্ + অন]।
বর্ষণমন্দ্রিত বিণ. বৃষ্টির শব্দে মুখর (‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে’: রবীন্দ্র)।
বর্ষণোন্মুখ বিণ. বৃষ্টির উপক্রম হয়েছে এমন।
Leave a Reply