বর্ষ [ barṣa ] বি.
1 বত্সর, বছর (নববর্ষ);
2 পুরণোক্ত জম্বুদ্বীপের ইলাবৃত রম্যক ভারত প্রভৃতি নয়টি অংশ;
3 বৃষ্টি;
4 মেঘ (বর্ষোপল)।
[সং. √ বৃষ্ + অ]।
বর্ষকর বিণ. বর্ষণকারী।
☐বি. মেঘ।
বর্ষকাল বি. এক বত্সর।
বর্ষজীবী (-বিন্) বিণ. এক বত্সর বাঁচে এমন।
☐ বি. এক বত্সর বাঁচে এমন উদ্ভিদ।
বর্ষপঞ্জি বি. ক্যালেণ্ডার।
বর্ষপূর্তি বি. বছরের শেষ।
বর্ষপ্রতিবন্ধ বি. অনাবৃষ্টি।
বর্ষপ্রবেশ বি. নববর্ষার আরম্ভ।
বর্ষমান বি. বর্ষামাপক যন্ত্র।
Leave a Reply