বর্ধন [ bardhana ] বি.
1 বৃদ্ধিকরণ বা বৃদ্ধি (আনন্দবর্ধন করা, শোভা বর্ধন করা);
2 উন্নতি;
3 বৃদ্ধিপ্রাপ্তি।
☐ বিণ. বৃদ্ধিজনক, বৃদ্ধিকর (গৌরববর্ধন কার্য)।
[সং. √ বর্ধি + অন]।
বর্ধক বিণ.
1 বর্ধনকারী (শোভাবর্ধক);
2 ছেদক, ছেদনকারী।
বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)।
বর্ধিত বিণ. বাড়ানো হয়েছে এমন (বর্ধিত আয়)।
Leave a Reply