বর্ণন, বর্ণনা [ barṇana, barṇanā ] বি.
1 বিবরণ (ঘটনার বর্ণনা);
2 বিস্তৃত পরিচয়দান, ব্যাখ্যা (রূপের বর্ণনা);
3 দোষগুণ কথন;
4 বর্ণবিন্যাস;
5 রঙের প্রলেপ বা লেপন।
[সং. √ বর্ণ্ + অন, + আ]।
বর্ণনা-কুশল বিণ. বর্ণনা করতে পটু।
বর্ণনাতীত বিণ. বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না এমন (বর্ণনাতীত নিষ্ঠুরতা, বর্ণনাতীত সৌন্দর্য)।
বর্ণনা-পত্র বি. লিখিত বিবরণ; বিবরণসংবলিত কাগজ বা দলিল।
বর্ণনীয় বিণ. বর্ণনার যোগ্য; বর্ণনা করতে হবে বা বর্ণনা করা যায় এমন।
বর্ণিত বিণ.
1 বর্ণনা করা হয়েছে এমন, বিরত;
2 রঞ্জিত, রং দেওয়া হয়েছে এমন, রং প্রয়োগ করা হয়েছে এমন।
Leave a Reply