বর্গ [ barga ] বি.
1 দেশ, জাতি (প্রাণীবর্গ);
2 সমূহ (মনুষ্যবর্গ);
3 গণ (স্বজনবর্গ);
4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ);
5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল);
6 গ্রন্হের ভাগ বা অধ্যায় (গ্রন্হের প্রথম বর্গ)।
[সং. √ বৃজ্ + অ]।
বর্গকিলোমিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer.
বর্গক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্হ সমান, square.
বর্গগজ বি. square-yard.
বর্গফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল।
বর্গফুট বি. square foot.
বর্গমাইল বি. square mile.
বর্গমিটার বি. square meter.
বর্গমূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা।
বর্গাকার বিণ. দৈর্ঘ্য ও প্রস্হ সমান এমন (বর্গাকার ক্ষেত্র)।
বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়।
বর্গীয় বর্ণ (ব্যাক.) বি. ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে বিভক্তি যে কোনো বর্ণ।
Leave a Reply