বরাবর [ barābara ] ক্রি-বিণ.
1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল);
2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা);
3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)।
☐ বিণ. তুল্য (‘সুধা বিষে বরাবর’: ভা. চ.)।
[হি. < ফা. বরাবর]।
বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)।
Leave a Reply