বরাত [ barāta ] বি.
1 ভাগ্য, অদৃষ্ট (বরাত মন্দ);
2 দায়িত্ব, কর্মভার (অন্যের উপর বরাত দিয়ে এ-কাজ হয় না);
3 কাজের ফরমাশ, মাল সরবরাহের ফরমাশ (বিয়েবাড়ির মাছের বরাত পেয়েছে);
4 প্রয়োজন (এখানো তোমার কী বরাত?);
5 প্রতিনিধিত্বের বা ক্ষমতা দানকারী চিঠি;
6 হুণ্ডি।
[আ. বরাত্]।
বরাতজোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি)।
বরাতি বিণ.
1 প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেয় এমন (বরাতি চিঠি);
2 যে বিষয়ের ভার অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এমন (বরাতি কাজ)।
Leave a Reply