বরা1 [ barā1 ] বি. বরাহ, শূকর (‘ঢুঁসিয়ে দেবে বরামোষে’:রবীন্দ্র)।
[সং. বরাহ]।
বরাখুরে বিণ. ঘৃণ্য, নিকৃষ্ট লক্ষণযুক্ত বা স্বভাবযুক্ত, কুলক্ষুনে। [বরাহের খুরের বা পায়ের মতো পা যার]।
বরা2 [ barā2 ] ক্রি. বরণ করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
[সং.√ বৃ + বাং. আ]।
Leave a Reply