বরণ1-বরন [ baraṇa1-barana ] (বর্ণ)-এর বর্জি. বানান (‘কেউ বা দিব্যি গৌর বরণ’: রবীন্দ্র)।
বরণ2 [ baraṇa2 ] বি.
1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ);
2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ);
3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ);
4 প্রার্থনা;
5 নির্বাচন, মনোনয়ন;
6 বরণ করবার কাপড়।
[সং. √ বৃ + অন]।
বরণকর্তা বিণ. বরণকারী, যে বরণ করে।
বরণডালা বি. বরণের উপকরণ রাখার ডালা।
বরণমালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়।
বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়।
বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়।
স্ত্রী. বরণীয়া।
Leave a Reply