বর [ bara ] বি.
1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ);
2 আশীর্বাদ;
3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর);
4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর);
5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)।
☐ বিণ.
1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত;
2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)।
[সং. √ বৃ + অ]।
বরকনে বি. বিবাহের পাত্র ও পাত্রী।
বরকর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি।
বরচন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু।
বরদ বিণ. বরদাতা।
বরদা বিণ. (স্ত্রী.) বরদাত্রী।
☐ বি. দুর্গা।
বরপক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন।
বরপণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ।
বরপুত্র বি.
1 দেবতার বরে জাত পুত্র;
2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র);
3 শ্রেষ্ঠ পুত্র।
বরপ্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী।
স্ত্রী. বরপ্রদা।
বরবধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী।
বরবর্ণিনী বি.
1 সর্বগুণান্বিতা রমণী;
2 সুন্দরী নারী।
বরমাল্য বি.
1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা;
2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)।
বরযাত্রী (-ত্রিন্), বরযাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী।
বরয়িতা বিণ. বরণকারী।
স্ত্রী.বরয়িত্রী।
বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে।
Leave a Reply