বয়ঃ [ baẏḥ ] (-য়স্) বি.
1 বয়স (বয়ঃসন্ধি, বয়ঃক্রম);
2 আয়ু, জীবনকাল;
3 যৌবন, সাবালকত্ব (বয়ঃপ্রাপ্ত)।
[সং. বয়্ (-গতি) + অস্]।
বয়ঃক্রম বিণ. বয়স।
বয়ঃপ্রাপ্ত বিণ. প্রাপ্তবয়স্ক, সাবালক, যৌবনপ্রাপ্ত।
বয়ঃসন্ধি বি. বাল্যের শেষ এবং যৌবন বা কৈশোরের আরম্ভকাল।
বয়ঃস্হ, বয়স্হ বিণ. বয়ঃপ্রাপ্ত, যুবক; মধ্যবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ।
বয়ঃস্হা, বয়স্হা বিণ. (স্ত্রী.)
1 বয়ঃপ্রাপ্তা, সোমত্ত; বিবাহের উপযুক্ত বয়ঃপ্রাপ্তা;
2 মধ্যবয়স্কা, প্রৌঢ়া, প্রবীণা।
Leave a Reply