বন্ধ্য [ bandhya ] বিণ.
1 বন্ধনযোগ্য;
2 ফলহীন (বন্ধ্য বৃক্ষ);
3 নিঃসন্তান। [সং. √ বন্ধ্ + য]।
বি. বন্ধ্যতা, বন্ধ্যত্ব।
বন্ধ্যা বিণ. (স্ত্রী.)
1 বন্ধনযোগ্যা;
2 বাঁঝা, যে (নারী) নিঃসন্তান (বন্ধ্যা নারী)।
বি. বন্ধ্যত্ব।
বন্ধ্যা-সূত বি. বন্ধ্যার পুত্রের ন্যায় অলীক বস্তু।
Leave a Reply