বন্ধু [ bandhu ] বি.
1 মিত্র, সখা;
2 হিতৈষী বা শুভার্থী ব্যক্তি, সুহৃত্;
3 স্বজন;
4 প্রিয়জন, প্রণয়ী।
[সং. √ বন্ধ্ + উ]।
বন্ধুকৃত্য বি. বন্ধুর কাজ বা কর্তব্য।
বন্ধুতা, বন্ধুত্ব বি. মিত্রতা, মৈত্রী, সখ্য, সৌহার্দ্য।
বন্ধুত্ব-মূলক বিণ. বন্ধুত্বপূর্ণ; বন্ধুত্বসংক্রান্ত।
বন্ধুপ্রীতি বি. বন্ধুর প্রতি ভালোবাসা।
বন্ধুবত্সল (বন্ধুবৎসল) বিণ. বন্ধুর প্রতি ভালোবাসাযুক্ত।
বি. বন্ধুবাত্সল্য (বন্ধুবাৎসল্য)।
বন্ধুবিচ্ছেদ বি. বন্ধুর সঙ্গে মনোমালিন্য বা ছাড়াছাড়ি (এই সামান্য কারণে বন্ধুবিচ্ছেদ হোক এ আমি চাই না)।
Leave a Reply