বন্ধন [ bandhana ] বি.
1 বাঁধন (বন্ধনরজ্জু, বন্ধন ছিন্ন করা);
2 বাঁধন, গিঁট, গিঁট দেওয়া, (রজ্জুর দ্বারা বন্ধন);
3 আবেষ্টন (বাহুবন্ধন, ভুজবন্ধন);
4 আটক, অবরোধ (কারাবন্ধন, বন্ধনমুক্তি);
5 গ্রন্হন, গ্রথন, রচনা (করবীবন্ধন, মাল্যবন্ধন);
6 সম্পর্কস্হাপন, একত্রকরণ (বিবাহবন্ধন);
7 সংযমন, নিরোধ;
8 বাঁধবার উপকরণ, দড়ি ইত্যাদি;
9 যোগসূত্র (এই যুগের মধ্যে শেষ বন্ধন)।
[সং. √ বন্ধ্ + অন]।
বন্ধনহীন বিণ.
1 বাধাহীন; মুক্ত;
2 উদ্দাম (বন্ধনহীন আবেগ)।
বন্ধনী বি.
1 বাঁধবার উপকরণ, যা দিয়ে বাঁধা হয়;
2 ব্র্যাকেট বা () [], এইসব চিহ্ন।
Leave a Reply