বন্ধক [ bandhaka ] বি.
1 গৃহীত ঋণের জামিনস্বরূপ কোনো দ্রব্য গচ্ছিত রাখা;
2 জামিনস্বরূপ গচ্ছিত রাখা দ্রব্য।
[সং. √ বন্ধ্ + অক]।
বন্ধকনামা বি. বন্ধকপত্র, বন্ধকসংক্রান্ত নথি।
বন্ধকি বিণ. বন্ধকরূপে প্রদত্ত বা গৃহীত; বন্ধকসম্বন্ধীয় (বন্ধকি কারবার)।
[সং. বন্ধক + বাং. ই]।
Leave a Reply