বন [ bana ] বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী।
[সং. √ বন্ + অ]।
বনকপোত বি. বুনো পায়রা।
বনকুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে।
বনচর, বনেচর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)।
বনচারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন।
বনজ, বনজাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)।
বনজঙ্গল বি. ঝোপঝাড়।
বনজ্যোত্স্না (বনজ্যোৎস্না) বি. মল্লিকা ফুল।
বনতুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ।
বনদেবতা বি. বনের দেবতা।
বনপাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)।
বনবাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল।
বনবাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন।
বনবাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন।
স্ত্রী. বনবাসিনী।
বনবিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ।
বনবিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী।
বনবিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ।
☐ বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন।
বনবীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ (‘দুলিছে পবনে সনসন বনবীথিকা’: রবীন্দ্র)।
বনভোজ, ভভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি।
বনমল্লিকা বি.
1 বেল ফুল, বেলি;
2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল।
বনমহোত্সব (বনমহোৎসব) বি. বৃক্ষরোপণ উত্সব।
বনমানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ।
বনমালা বি.
1 বনফুল দিয়ে গাঁথা মালা;
2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা।
বনমালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ।
বনমোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে।
বনরাজি বি. বনশ্রেণি, বনের সারি।
বনশ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী।
বনস্পতি বি.
1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না;
2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ।
বনস্হ বিণ. বনে অবস্হিত বা জাত।
Leave a Reply