বন্ধ [ bandha ] বি.
1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ);
2 বাঁধন (‘মুক্ত কর হে বন্ধ’: রবীন্দ্র);
3 আবেষ্টন (ভুজবন্ধ);
4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ);
5 গ্রথন, রচনা (সেতুবন্ধ);
6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)।
☐ বিণ. (বাং.)
1 রুদ্ধ (বন্ধ দরজা);
2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ);
3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ);
4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ);
5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ);
6 বন্দি, আটক (কারাগারে বন্ধ);
7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)।
[সং. √ বন্ধ্ + অ]।
Leave a Reply