বদল [ badala ] বি.
1 পরিবর্ত, বিনিময় (‘নাকের বদলে নরুন পেলাম’);
2 পরিবর্তন (হাওয়া বদল, পোশাক বদল)।
[আ. বদল্]।
বদলা বি. প্রতিশোধ (অপমানের বদলা নিতেই হবে, এসব হচ্ছে সেদিনের ঘটনার বদলা)।
☐ ক্রি. বদল করা।
বদলানো ক্রি. বি. বিনিময় করা বা পরিবর্তন করা।
বদলা-বদলি বি. পরস্পর বা বারবার বিনিময় বা পরিবর্তন।
বদলি বি.
1 বিনিময়;
2 এক কর্মস্হল থেকে অন্য কর্মস্হলে নিযুক্ত হওয়া বা স্হানান্তরিত হওয়া (তাকে মালদায় বদলি করা হয়েছে);
3 অন্যের বদলে সাময়িকভাবে কাজে নিযুক্ত (কয়েকদিনের জন্যে আমার বদলি হিসাবে এই লোকটি কাজ করবে)।
☐ বিণ.
1 অন্যের বদলে কর্মরত বা কর্মে নিযুক্ত;
2 স্হানাপন্ন, officiating (স.প.)।
Leave a Reply