বড়াই1 [ baḍ়āi1 ] বি. গর্ব, জাঁক (বিদ্যার বড়াই, ধনের বড়াই)।
[বাং. বড়2 + আই]।
বড়াই2, (বর্জি.) বড়ায়ি [ baḍ়āi2, (barji.) baḍ়āẏi ] বি.
1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন;
2 অতি বৃদ্ধা নারী;
3মাতামহী;
4 আই।
[সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)।
বড়াইবুড়ি বি. বৃদ্ধা বড়াই।
Leave a Reply