বড়1 [ baḍ়1 ] বি. (আঞ্চ.) খড় দিয়ে তৈরি মোটা দড়ি (বড় দিয়ে খড়ের আঁটি বাঁধা)।
[দেশি]।
বড়2, বড়ো [ baḍ়2, baḍ়ō ] বিণ.
1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি);
2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ);
3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট);
4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা);
5 উচ্চস্বরযুক্ত (বড় গলা);
6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই);
7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ);
8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো);
9 শ্রেষ্ঠ (‘আপনারে বড় বলে বড় সেই নয়’);
10 সম্মানে প্রধান (বড়মা);
11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব);
12 সম্ভ্রান্ত (বড়ো বংশ);
13 ধনবান (ব়ড়লোক);
14 আসল (বড় কথা);
15 গর্বিত (বড় মুখ);
16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)।
☐ বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)।
☐ ক্রি-বিণ. খুব (‘সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল’: বিভূতি)।
☐ অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)।
[প্রাকৃ. বড্ড < সং. বড্র]।
বড় একটা, বড়ো একটা
1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি);
2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)।
বড় (বড়ো) কথা বি.
1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা);
2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)।
বড় (বড়ো) করা ক্রি. বি.
1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা;
2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই);
3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা);
4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)।
বড়কর্তা বি.
1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী;
2 মালিকদের মধ্যে প্রধান।
বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা।
বড় (বড়ো) গলা বি.
1 গর্ব (বড় গলায় বলা);
2 চিত্কার।
বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ।
বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)।
বড়ত্ব বি.
1 জ্যেষ্ঠত্ব;
2মহত্ত্ব।
বড়বাবু বি.
1 অফিসের কোনো বিভাগের কর্তা;
2 পরিবারের কর্তা।
বড়লাট বি. লাট দ্র।
বড়সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)।
বড় (বড়ো) হওয়া ক্রি. বি.
1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে);
2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?);
3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে);
4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)।
বড়হাজরি – হাজরি দ্র।
Leave a Reply